পুরনো বন্ধু
আজ হঠাৎ এত রাতে তোমার কথা মনে পড়লো
তুমি আমার দুঃখের দিনের সাথী
হয়তো আমি এখন তোমাকে ছাড়াও ভালো আছি
এটা আমার স্বার্থপরতা
তবে এই ভালো থাকাতো আমার জন্য অপূর্ণ।
যখন আমার দুঃখে তুমি আমাকে সান্ত্বনা দিয়েছিলে
তখন আমি আমার দুঃখ ভুলে সাহস পেয়েছিলাম।
এখন তুমি দুঃখে আছো কিনা আমি খবর নিচ্ছিনা
হয়তো তুমিও আমার মতো লুকিয়ে লুকিয়ে কাঁদো
জানিনা কেউ তোমাকে সান্ত্বনা দিচ্ছে কিনা।
মনের কোন দুঃখের কথা বন্ধুকে বলা
প্রকৃত বন্ধুর পরিচয়,
তুমি নিশ্চয় আমার তেমন বন্ধু।
Leave a Reply