প্রথম আলোতে বিদায় কৃতজ্ঞতানামা
কৃতজ্ঞতানামা
আজ প্রথম আলোতে আমার শেষ অফিস।
কাল থেকে আমি প্রথম আলোর অতি গুরুত্বপূর্ণ আইডি কার্ড হারাবো। রাত-বিরাতে চলতে ফিরতে এই আইডি কার্ড আর সাথে থাকবেনা। কাল থেকে প্রথম আলো অফিসে ঢুকতে আমাকে ওয়েটিং রুমে অপেক্ষাধিন থাকা লাগবে। রিসেপশন থেকে ভেতরে কল দিয়ে অনুমতি মিললেই তবে ভেতরে প্রবেশ করতে পারব। আজকে আর কালকের মধ্যে কত পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। কাল থেকে কেউ বলবেনা চলেন ‘হায়দার সাহেব’ চা খাই। কেউ ‘হায়দার সাহেব’কে পঁচিয়েও মজা পাবে না। ১৫১০ এক্সটেনশনেও কেউ আমাকে খুঁজবে না। জিরোতে ডায়াল করেও কেউ চাইবেনা হায়দার সাহেবকে।
প্রতিটা আনন্দের পাশাপাশি একটা দুঃখও থাকে, আমার দুঃখ হলো আপনাদের ছেড়ে যাওয়া।
আজ টলমল করা চোখের পানি নিয়ে বিদায় নিচ্ছি। এই চোখের পানি আপনাদেরকে ভালোবাসার নোনা পানি। আপনাদের আদর স্নেহ আর ভালোবাসার উষ্ণ পানি। আপনাদের প্রত্যেকের কাছে আমি আলাদা আলাদা ভাবে ঋণী। আপনারা সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। হাসি মুখে ভুলগুলো শুধরে দিয়েছেন। আপনারা আমাকে অফিশিয়াল শিষ্টাচার শিখিয়েছেন। কীভাবে হাসি মুখে অভিযোগ গ্রহণ করতে হয়, কীভাবে কাজ ও ব্যবহারের মাধ্যমে অন্যের কাছে প্রিয় হয়ে উঠতে হয়। শিখিয়েছেন কঠিন সময়ের ধৈর্যের সঙ্গে কাজ করার। দিয়েছেন খারাপ সময়ে উতরে উঠার সাহস। শিখিয়েছেন কীভাবে সম্মানিত লোকদের সঙ্গে আদব-কেতাবের সঙ্গে কথা বলতে হয়। আপনাদের এই শিক্ষা আমার সারা জীবনের কাজে আসবে।
আপনাদের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি বাকি জীবনকে আরও সুন্দর আর সার্থক করে গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস। এই শিক্ষাগুলোই আমাকে আপনাদের কথা স্মরণ করিয়ে দিবে। বারবার ফিরিয়ে আনবে আপনাদের কাছে। হৃদয়ে থাকবে আপনাদের জন্য এক উষ্ণ শ্রদ্ধার স্থান। আপনাদের এই আপন ভাইয়ের মত আচরণ আমার পাথেয় হয়ে থাকবে।
একজন অতি সাধারণ রাশেদুল হায়দার কে আপনাদের ‘হায়দার সাহেব’ বানিয়েছেন। সাহেব কথাটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের খেতাব হয়ে থাকবে।
আপনাদের সঙ্গে সুন্দর মুহূর্ত গুলো ফ্রেমে বন্দী করে নিয়ে গেলাম। আপনাদের মনে পরবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। আপনাদের বন্ধুত্ব পরায়ন আচরণই আমাকে আপনাদের কথা স্মরণ করিয়ে দেবে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অন্তরের মধ্যখান থেকে।
এই চলে যাওয়া আসলে চলে যাওয়া নয় বরং আপনাদের মাঝে যে আমি ছিলাম তার সাক্ষী বয়ে নিয়ে যাওয়া।
আপনাদের মতো বড় মনের মানুষদের সাহচর্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল। দেখা হবে চলতে ফিরতে। কথা হবে স্মৃতির সঙ্গে মনে মনে। কখনো মোবাইলে, কখনো ইন্টারনেটে।
বিদায় প্রথম আলো বিদায়….
— রাশেদুল হায়দার
প্রথম আলো, আইটি
মোবাইল: ০১৮১৫২২৯৩৬৩
Leave a Reply