কবিদের বন্ধুরা কবিদের যে ২০ কথা বলতেই পারে…
১) তুই আর ভালো হসনাই, এখন আবার কবিতা লিখস। ২) যার দ্বারা কিছুই হয়না তারাই শুধু কবিতা লেখে। ৩) কবিরা ভাত পায়না, বিরানি খায়। ৪) কবিদের চারিত্রিক সমস্যা থাকতে পারে জানতাম তুরতো মাথায়ও কিঞ্চিৎ গণ্ডগোল আছে। ৫) দোস্ত তুর সৌজন্য কপিগুলো আমারে দিস। আমি বিক্রি করে তুরে ৫% দিবোনে, এতেও যদি তুর কিছু লাভ .....