ধেত্তেরি কিচ্ছু ভাল্লাগে না…
ধেত্তেরি কিচ্ছু ভাল্লাগে না…।
যারা বাসে উঠা মাত্র ঘুমাতে পারে তারা সুখি। অনিবার্য কারণে কোন যাত্রাই আমার ঘুম হয় না। তাই বাসের জার্নি আমার কাছে বোরিং। শুধুই বসে থাকা।
সামনে নাটক চলছে, আমি মাঝ বরাবর। চশমার বর্তমান পাওয়ার ‘মাইনাস থ্রি’। তাতেও ঝাপসা দেখছি। রেডিওর মত করে শুধু অডিও শুনছি।
নাটকের নায়কা টিউশনী করে সংসার চালায়। তবে নায়কা আইফোন ইউজ করে। দুই ভাই বোনের পড়ার খরচ চালায়। সুন্দরী নায়কার ঘন ঘন বিয়ের প্রস্তাব আসে। একদিকে নায়ক, আরেক দিকে সংসার অন্যদিকে আংকেলের সু-পুত্র। কিএক্টাঅবস্থা দেখেন!
নায়ক বেকার। তারপরেও প্রতিদিন নায়কাকে রেস্টুরেন্টে খাওয়ায়। কেমনে কি? আবার বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। নায়কের স্বপ্নে ভরা জীবন। এক জীবনে নায়ক নায়কাকে এবং বিসিএস দুইটায় পেতে চাচ্ছে।
অল্প কিছুদিন পর নায়ক বিসিএসের রেজাল্ট নিয়ে নায়কার বাড়িতে হাজির। কিন্তু মাত্র দুইদিন আগে নায়কার বিয়ে হয়ে যায়। ভুঁড়িওয়ালা আংকেলের বিজনেস ম্যাগনেট টাকলার সাথে।
এর মধ্যে কুমিল্লায় আমার যাত্রা বিরতী। আল্লায় জানে ওই বোকা ছেলে বিসিএসে জয়েন করবে নাকি দেবদাস হয়ে রাস্তায় ঘুরে ফিরবে…?
মোরাল অব দ্য স্টোরি: জীবনটা এমনই এক জীবনে সব পেতে হয় না!
— এ আজাইর্রা প্যাঁচাল অব ‘রাশেদুল হায়দার’
Leave a Reply