নৈ:শব্দ্যে নক্ষত্র (যৌথ কাব্যগন্থ)
আমার কয়েক খান কবিতা কালো কালিতে ছাপানো হয়েছে। ছাপানো হয়েছে অনেক আগেই বৈরী আবহাওয়ার কারণে ঘোষণাটা একটু দেরি করে দেয়া হয়েছে।
‘নৈ:শব্দ্যে নক্ষত্র’ যৌথ কাব্যগন্থটি সম্পাদনা করেছেন ডুয়েটের ছোট ভাই আশরাফুল অ্যাস্ট্রো। পুরো এক বছরে চেপে-চুপে এই কয়খান কবিতা পয়দা করা সম্ভব হয়েছে। আশরাফুল যদি চাপাচাপি না করতো তাও সম্ভব হতো না। তাই এর পুরো ক্রেডিট সম্পাদকের নিজের। ধন্যবাদ ছোট ভাই। তোমার আগ্রহ উদ্দীপনা দেখে আমি বিমোহিত। অনেক বড় লেখক হও এই দোয়া করি।
যে কয়দিন বই মেলা আছে সে কয়দিনে একুশে বই মেলাতে পাবেন
কলম প্রকাশনী, স্টল নং:২৫৭
এরপর বইটি পেতে যোগাযোগ করুন ০১৭২০৬৩৬১১৮ নাম্বারে। আশা করি যত্ন সহকারে আপনার বই কুরিয়ারে পৌঁছে দেয়া হবে।
নতুন লেখক, নতুন বই, নতুন সম্পাদক সবার প্রতি অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা।
Leave a Reply