ড. রুবানা হক
দিনদিন আপনার ফ্যান হয়ে যাচ্ছি। আপনার কথাগুলো মনে হয় আমাকে আছর করে। মনে হয় আমাকে নিয়ে বলছেন। আসলেই তো আমরা শুধু ‘আমি’ ‘আমি’ নিয়ে চিন্তা করি। ‘আমরা’ নিয়ে চিন্তা করি না। ‘আমরা’র ভিতরেই তো ‘আমি’ আছি। এটা তো বুঝি না।
আপনার কথাগুলোতে ইমোশন আছে। আবার একটা দুষ্টু-মিষ্টি ভাব আছে। স্কুলের প্রিয় ম্যাডাম যেমন করে মিষ্টি মিষ্টি করে বকা দিয়ে আমাদের শিখাতে চায় তেমন একটা স্নেহ আছে। যে ম্যাডামকে ভয় পাই ঠিক আছে তবে আবার মার যে খাবো না এমন একটা বিশ্বাসও আছে।
ভক্তব্য তো কতই শুনি। সব হলো রাজনৈতিক বক্তব্য। সব হলো ধর ধর-মার মার টাইপের। অন্যের সমালোচনায় আমাদের ডক্টরেট ডিগ্রী। অন্যের চামড়াই দু’ঘা বসাতে পারলেই আমাদের রাজ্য জয়ের সুখ।
আমরা দু’টাকার হিসেবের জন্য কোটি টাকার সম্পর্ক নষ্ট করি। আমরা মানুষ হতে চাই না। আমরা বড়লোক হতে চাই। আমরা নিরানব্বই টাকার মূল্য দুই টাকার চেয়ে বেশি, এটা বুঝি। কিন্তু মায়ের ছেঁড়া কাঁথার মূল্য, পীর হুজুরের চাদরের চেয়ে বেশি, সেটা বুঝি না।
সত্যিই ড. রুবানা হক আপনি অসাধারণ। আমরা আপনার মত হতে চাই না!! তবে আমরা আপনাকে অনুসরণ করি।
https://www.facebook.com/haiderduet/videos/3290335107647232/