বেহুঁশ গল্প ১
১০০% নিজ হাতের বানানো গল্প!!
এক মহিলার প্রায় মুমূর্ষু অবস্থায় তার স্বামী বললো, “চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই।”
স্ত্রী বললো, “আমাকে আর নিতে হবে না। আমি মনে হয় আর বাঁচবো না। আমাকে তোমরা খাস দিলে মাফ করে দিয়ো।”
তারপর স্বামী বললো, “তাহলে আমি একটু মার্কেটে যাচ্ছি। আমার শেষ ইচ্ছে ছিলো তোমাকে একটা শাড়ি কিনে পড়ানোর।”
স্ত্রী বললো, “দাঁড়াও দাঁড়াও আমিও যাবো। ভালো সুতি দেখে লাল পাড়ের শাড়ি কিনতে হবে। তুমি ভালো দেখে কিনতে পারবা না!!”
একথা শোনার পর থেকে এখন পর্যন্ত স্বামী বেহুঁশ!
Leave a Reply