কবর বাড়ি
আমার আরেকটি বাড়ী আছে এখানকার এই বাড়ীতে আমি স্থায়ী নই আজ এখানে, কাল ওখানে আজ আছি, কাল নেই। কখনো ঠাণ্ডার দু:খ কষ্ট, কখনো গরমের কখনো আমি কাঁদি, কখনো কাঁদাই যেথায় বাঁচতে চাইলেও যায়না বাঁচা অদ্ভুত বিশ্লেষণে এই যেন এক জটিল বাড়ী। তাইতো এই বাড়ী আমার আসল নয় আমার আরেকটি বাড়ী আছে সবসময় মন পরে .....