ব্যক্তিত্বের কান্না
স্বাভাবিক ভাবে আমার মনটা একটু শক্ত একটু অন্য প্রকৃতির, একটু ভাবুক প্রকৃতির। কোন হৃদয় বিদারক বীভৎস দৃশ্যও মাঝে মাঝে আমার মনকে ছুঁতে পারে না। যা একটু অপলক দৃষ্টিতে চেয়ে থাকি, এতটুকুই যা। আমার চোখের পানিকে সহজে জমাট বাঁধতে দিই না। ভেতরের দুমড়ানো মচকানো স্মৃতিপটের দৃশ্য আর আবেগ তাড়িত কোন ঘটনাকেও আমি ধারে কাছে ঘেঁষতে .....