ডাল.. ডাল.. ডাল..!!!
ইউনিভার্সিটির হলের ডাল আমরাও খেয়েছিলাম। সে ডাল এমন স্বচ্ছ আর বিশুদ্ধ ছিলো যে, ডালের দিকে তাকালে নিজের চেহারা দেখা যেত। এমন কি ডালের দিকে তাকিয়ে আমরা চুলের স্টাইল পর্যন্ত ঠিক করতাম। সেই ডাল খেয়ে আল্লাহর রহমতে আমরা সুস্থ শরীরে চার বছর কাটিয়েছি। বর্তমানে বিয়ে-শাদি করে ঘর-সংসার করছি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ সত্যিই মহান। সত্যি সে ডাল ছিলো অসাধারণ। এই ডাল আল্লাহর নেয়ামত ছাড়া আর কিছুই নয়। মাঝে মাঝে এক গ্লাস ভাত খাওয়ার আগে আর এক গ্লাস ভাত খাওয়ার পর ঢকঢক করে পেটে চালান করতাম। এটা আমরা শিখেছিলাম মোশারফ করিমের এক নাটক থেকে। কারণ, এতে বাটিতে যে তরকারি থাকতো তার উপর কিছুটা চাপ কমাতো।
মাঝে মাঝে এমনও হয়েছে, লাইনে পানি না থাকাতে এই ডাল দিয়ে আমরা প্লেট ধুয়ে তারপর সে ডাল দিয়েও ভাত খেয়েছি।
এই ডাল দিয়ে শুধু ওযু আর গোসল করাটা বাকি ছিলো!
Leave a Reply