সেপ্টেম্বর মাসের গল্প
ও আল্লাহ্, সেপ্টেম্বর মাসের আর কত দিন? জুম্মার নামাজ পড়ে পাঞ্জাবির পকেটে দুইটা ডিম আর কালো পলিথিনে প্যাঁচানো এক প্লেট ভাত নিয়ে বাসায় যাচ্ছি। যেতে যেতে পকেটে থাকা শুধুমাত্র ৫০ টাকার দিকে বারবার খেয়াল করছি। টাকাটা একবার পকেটে আবার হাতে রাখছি। অতি সর্তকতার জন্য মাঝে মাঝে আমি এমনটা করে থাকি। এই শুধুমাত্র ৫০ টাকা .....