স্বপ্নের মাঝে বাস
আমার স্বপ্নগুলো খুব এলোমেলো খুব বিক্ষিপ্ত বিচিত্র। মাঝে মাঝে স্বপ্নগুলো বড্ড বাড়াবাড়ি করে আমাকে জাগিয়ে রাখে স্বপ্নের রাজ্যে। নিস্তব্ধ রাতের গভীরতায় চলে স্বপ্নের সাথে যুদ্ধ। নির্ঘুম চোখের স্বপ্নের সাক্ষী হয় বালিশের পাশের ডায়রি। কলমের খসখসে আওয়াজে চলে স্বপ্নের বুনন। পাতার প্রতি পরতে পরতে আঁকা থাকে রঙিন স্বপ্নগুলো। এখানে শুধু স্বপ্নের মাঝে আমার বাস আমি .....